Monday, August 25, 2025
HomeScrollবজবজের গণধর্ষণ ও ডাকাতির মামলায় সাজা ঘোষণা

বজবজের গণধর্ষণ ও ডাকাতির মামলায় সাজা ঘোষণা

কলকাতা: বজবজের একটি গণধর্ষণ (Budge Budge Rape Case) ও ডাকাতির মামলায় সাজা ঘোষণা করল আলিপুর ফাস্ট ট্র্যাক কোর্ট (Alipore Fastrack Court)। ২০১৭ সালে ৩১ শে জানুয়ারি বজবজে গণধর্ষণ ও ডাকাতির মামলায় গ্রেফতার হয়েছিল শেখ রমজান ইমাম শেখ আব্দুল হামিদ মোল্লা ধনু শেখ এবং ইব্রাহিম শেখ। এদের মধ্যে ইব্রাহিম শেখকে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়।

আরও পড়ুন: ভ্যালেন্টাইনস ডে নিয়ে ভুয়ো বিজ্ঞপ্তি আলিয়া বিশ্ববিদ্যালয়ে

ট্রায়াল চলাকালীন একজন আসামির মৃত্যু হয়। বাকি তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার সাজা ঘোষণা করা হয়। গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হয় শেখ ধনু শেখ রমজান এবং হামিদ। ধারা ৩৯৫ তিনজন অভিযুক্তের যাবজ্জীবন। পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় তিন মাস জেল।

৪১২ ধারায় তিনজন অভিযুক্তের ১০ বছরের জেল হেফাজত। ৫০০০ টাকা ফাইন অনাদায় তিন মাসের জেল। ৩৭৬ ডি ধারায় ২০ বছরের জেল দুইজন অভিযুক্তের (শেখ ধনু, শেখ রমজানের), ১০০০০ টাকা ফাইন অনাদায়ে ৬ মাসের জেল।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News